• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ইউনূসের মামলা নিয়ে চক্রান্ত চলছে : আইনমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৪, ০৩:২৩ পিএম
ইউনূসের মামলা নিয়ে চক্রান্ত চলছে : আইনমন্ত্রী
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী আনিসুল হক। ছবি : সংগৃহীত

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, “ইউনূসের মামলা নিয়ে দেশ-বিদেশে বাংলাদেশকে হেয় করার চক্রান্ত চলছে। সরকার ড. ইউনূসকে হয়রানি করার জন্য কিছু করছে না।”

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আনিসুল হক বলেন, “ড. ইউনূসের বিরুদ্ধে যে মামলা হয়েছে, সেটা শ্রমিকরা করেছিল। তারপর শ্রমিকদের অধিকার সুরক্ষা করার জন্য দায়িত্বপ্রাপ্ত যে অধিদপ্তর আছে, সে ডিপার্টমেন্ট তার বিরুদ্ধে মামলা করেছে।”

আইনমন্ত্রী বলেন, “অকাট্য প্রমাণ থাকার পরও বিদেশে ছড়ানো হচ্ছে তার (ড. ইউনূস) বিরুদ্ধে যেসব অভিযোগ সেগুলো প্রথমে মিথ্যা। বলা হচ্ছে আমরা তাকে হয়রানির জন্য এটা করছি।”

এদিকে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে করা এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, “‘অপরাধ করলে বিচার হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সাগর-রুনি হত্যা মামলার তদন্ত শেষ করতে আইনশৃঙ্খলা বাহিনীকে যথেষ্ট সময় দিতে হবে। পুলিশ তদন্ত শেষ করে রিপোর্ট না দিলে তো করার কিছু নেই। যদি তদন্ত করতে ৫০ বছর সময় লাগে তাহলে তত দিন অপেক্ষা করতে হবে।”

Link copied!