• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৬ জ্বিলকদ ১৪৪৫

যুক্তরাজ্য ও সৌদি প্রবাসীদের নিয়ে যা বললেন ইসি সচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৩, ০৪:১২ পিএম
যুক্তরাজ্য ও সৌদি প্রবাসীদের নিয়ে যা বললেন ইসি সচিব

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যুক্তরাজ্য ও সৌদি আরবের প্রবাসী বাংলাদেশিদের ভোটার তালিকাভুক্তি করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলম।

সোমবার (২১ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ে কমিশন সভার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

কমিশন সভার আলোচনার বিষয় তুলে ধরে জাহাংগীর আলম বলেন, “সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে পাইলট প্রজেক্টের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তীতে পররাষ্ট্র মন্ত্রণালয় আরও দুইটি দেশ- যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবে কাজ করার অনুরোধ জানিয়েছে। সেই কাজের অগ্রগতি নিয়েও আলোচনা হয়েছে।”

ইসি সচিব বলেন, “১৯৮৩ সালের অর্ডিন্যান্স বাংলায় অনুবাদ করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। কোনো পরিবর্তন না করে সেটা শুধু বাংলায় অনূদিত হবে।”

নির্বাচন প্রশিক্ষণের ক্যালেন্ডারে পরিবর্তন এসেছে জানিয়ে ইসি সচিব বলেন, “সংসদ ও উপজেলা নির্বাচনের প্রশিক্ষণ অন্তর্ভুক্ত করা হয়েছে। মাঠপর্যায়ে যখন যে দায়িত্বে থাকবেন তাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা আপ্যায়ন ভাতা পাবেন।”

জাহাংগীর আলম আরও বলেন, “৯ লাখের বেশি কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়ার কথা। তফসিলের পর প্রশিক্ষণ শুরু হবে। এর আগে প্রশিক্ষণ যারা দেবেন তাদের প্রশিক্ষণ হবে।”

Link copied!