• ঢাকা
  • শুক্রবার, ০৪ জুলাই, ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২, ০৮ মুহররম ১৪৪৬

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ফখরুল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২২, ০৫:১৪ পিএম
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে যা বললেন ফখরুল

প্রতিবার ভারত সফরে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিয়ে আসেন, কিছু নিয়ে আসতে পারেন না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় এ কথা বলেন বিএনপির মহাসচিব। সভার আয়োজন করে সাইফুর রহমান স্মৃতি পাঠাগার।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “আমাদের অভিজ্ঞতা হতাশার। আমরা প্রতিবার আশা করছি, এবার প্রধানমন্ত্রী কিছু নিয়ে আসবেন। প্রতিবার তিনি অত্যন্ত হতাশার সঙ্গে দিয়ে এসেছেন, নিয়ে আসেননি। সুতরাং ওই একটাই কমেন্ট (মন্তব্য), আগে আসুক তিনি ঘুরে। কী নিয়ে আসছেন, আমরা দেখি। তারপর মন্তব্য করা যাবে।”

‘আমরা আজকে অত্যন্ত কঠিন সময় অতিক্রম করছি’ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এ সময় সাইফুর রহমান আমাদের সঙ্গে থাকলে রাজনৈতিকভাবে সহযোগিতা করতেন। আওয়ামী লীগ সরকার যে এখন একটি ভ্রান্ত উন্নয়ন দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে, সেটার আসল চেহারা উদঘাটন করতে সক্ষম হতেন তিনি। এই সরকারের যে মূল চেহারা সেটাকেও উন্মোচন করতেন তিনি।”

বিএনপির মহাসচিব বলেন, “সাইফুর রহমান পড়াশোনা করেছিলেন হিসাববিজ্ঞানের ওপর। সে কারণেই কোনটা করলে লাভ হবে, আর কোনটা করলে লাভ হবে না, আর কোনটা করলে দেশ ঋণগ্রস্ত হবে সেটা তিনি ভালো জানতেন। আর কোনটা করলে অনেক বেশি লাভবান হব, সেটা তিনি খুব ভালো করে জানতেন। সেই কারণে তিনি অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছিলেন।”

বিএনপির সময় দেশের অর্থনৈতিক স্থির ছিল উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “এম সাইফুর রহমান স্থায়ী টেকসই এ বিশ্বাসী ছিলেন। এখন স্থায়ী টেকসই বাদ দেন। এখন ভিক্ষা চাই না, কুত্তা সামলাও এর মতো অবস্থা হয়ে গেছে। কারণ এরা চুরি করতে করতে এমন অবস্থায় চলে গেছে যে এখন আর ফিরে আসতে পারছে না। এই চুরির মধ্য দিয়েই এদের আবার যাওয়ার চেষ্টা করতে হচ্ছে।”

মেগা উন্নয়নের নামে দূর্নীতি, এ রকম অর্থনীতি এম সাইফুর রহমান বিশ্বাস করতেন না মন্তব্য করে বিএনপি নেতা বলেন, “সাইফুর রহমান বিশ্বাস করতেন সরকার কোনো ব্যবসা করবে না। ব্যবসা করবে ব্যবসায়ীরা, সরকার নিয়ন্ত্রণ করবে পলিসি দিবে, ব্যবসা করার সুযোগ দেবে।”

সাইফুর রহমানের মৃত্যুতে শুধু বিএনপির নয়, বাংলাদেশ একটি যোগ্য সফল অর্থমন্ত্রীকে হারিয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।

স্মরণসভায় সভাপতির বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।

খন্দকার মোশাররফ বলেন, “এম সাইফুর রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য চিন্তা করতেন। তিনি শিক্ষা চিকিৎসা খাতের জন্য উদার ছিলেন। কিন্তু রিজার্ভ খরচ করার ব্যাপারে তিনি বেশ কার্পণ্য করতেন। সে সময় আমরা অনেকেই সমালোচনা করেছি - এই রিজার্ভ রেখে লাভ কী? অথচ আজ দেখুন এই সরকার যেহেতু তারা ভবিষ্যৎ চিন্তা করে না। তার জন্য তারা খরচ যেভাবে ইচ্ছা সেভাবে করেছে।”

আজকে দেশের অর্থনীতিকে লুটপাট করে দেউলিয়া করে ফেলেছে উল্লেখ করে মোশাররফ বলেন, “সাইফুর রহমান বেঁচে থাকলে তাদের বিরুদ্ধে মাঠে নামতেন। আমাদের দেশ ও জাতির অধঃপতন হয়েছে। এই লুটেরা সরকার থেকে, ভোট ডাকাত সরকার থেকে দেশের জনগণকে রক্ষা করতে হবে।”

ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে, দেশের কথা চিন্তা করে তাদের ক্ষমতা থেকে হটাতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

স্মরণসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের উপস্থিত থাকার কথা থাকলেও তিনি আসেনি। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান প্রমুখ।
 

Link copied!