• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫
কুনিপাড়ায় আগুন

‘রাস্তা প্রশস্তের উদ্যোগ গ্রহণ করা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৫, ২০২৩, ০৪:১৯ পিএম
‘রাস্তা প্রশস্তের উদ্যোগ গ্রহণ করা হবে’

রাস্তা প্রশস্ত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রধান নির্বাহী মো. সেলিম রেজা। বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়ায় আগুনে পুড়ে যাওয়া বস্তি পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

উপস্থিত বস্তির লোকদের প্রশ্ন করে সেলিম রেজা বলেন, “এইটা কি কোনো থাকার জায়গা, চারদিকে বিদ্যুতের তার, ইন্টারনেটের তার। আগুল লাগলেই বলেন সরকার কী করে, সিটি করপোরেশন কী করে? এখানে কি কেমিক্যালের গোডাউন করার জায়গা?”

তিনি বলেন, “এখানে ১৬ ফিটের রাস্তা করতে হলে দুইপাশ থেকে আপনাদের জায়গা ছাড়তে হবে। আপনারা তো ছাড়বেন না। তখন যদি মারামারি করা লাগে পুলিশ নিয়ে এসে, তখন আবার আপনারা (গণমাধ্যমকে উদ্দেশ্য করে) লিখবেন পুলিশের মানবিক বিপর্যয় ঘটছে।”

এসময় সিটি করপোরেশনের কয়েক কর্মকর্তাসহ স্থানীয় কমিশনার উপস্থিত ছিলেন।

এর আগে সোমবার (১৩ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে রাজধানীর তেজগাঁওয়ের কুনিপাড়া বস্তিতে আগুন লাগে। এরপর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে চারশোর বেশি ঘর ও ৪টি দোকান পুড়ে যায়।
 

Link copied!