• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না : নুর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৩, ০৩:০৮ পিএম
আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না : নুর

ডিজিটাল নিরাপত্তা আইন মুক্ত সাংবাদিকতার পথকে রুদ্ধ করে দিয়েছে বলে মন্তব্য করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেছেন, “পৃথিবীর কোনো দেশে ভাষার জন্য জীবন দেওয়ার ইতিহাস নেই। ১৯৫২ সালে ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা এই বাংলা ভাষা পেয়েছি। অথচ আমরা এখনো স্বাধীনভাবে কথা বলতে পারি না। মানুষের বাক্‌স্বাধীনতা নেই। গণমাধ্যমের স্বাধীনতা নেই।”

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে গণ-অধিকার পরিষদের পক্ষ থেকে ফুল দেওয়া শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, “বাংলা ভাষার জন্য এ দেশের মানুষ জীবন দিয়েছে। অথচ বর্তমান সরকার দেশের সংস্কৃতি ধ্বংস করার জন্য ভারতীয় সিনেমা আমদানি করছে।

এ সময় গণ-অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ রাশেদ খান, আবু হানিফ, বিপ্লব কুমার পোদ্দার, শহিদুল ফাহিম, সাদ্দাম হোসেন, শাকিলউজ্জামান, যুগ্ম সদস্য সচিব আতাউল্লাহ, আব্দুজ জাহের, জিলু খান, শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!