অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ মোকাবিলায় গণমানুষের পাশে থাকতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেছেন, “দুর্যোগ মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
শনিবার (১৩ মে) নেতাকর্মীদের প্রতি দুর্যোগপ্রবণ এলাকায় সকল মানবিক কর্মকাণ্ডে সক্রিয় থাকতে নির্দেশ দেন তিনি।
নেতাকর্মীদের উদ্দেশ্যে জি এম কাদের বলেন, “আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘মোখা’ দেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রধান দায়িত্ব সরকারের। আমরা আশা করছি সরকার প্রয়োজনীয় সকল উদ্যোগ গ্রহণ করছে।”
তিনি বলেন, “আমাদের নেতা পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ দুর্যোগ মোকাবিলায় সাফল্যের একটি দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। দুর্গত মানুষের পাশে থাকাই জাতীয় পার্টির রাজনীতি। প্রাকৃতিক দুর্যোগ ও দুর্বিপাকে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘরে থাকতে পারেন না। দুর্গত মানুষের কল্যাণে সরকারি ও বেসরকারি উদ্যোগেও জাতীয় পার্টির নেতাকর্মীরা সক্রিয়ভাবে সহায়তা করবে।”
দুর্যোগের হাত থেকে রক্ষা পেতে মহান আল্লাহর সহায়তা কামনা করেছেন জি এম কাদের।