• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

সারা দেশে গরম বাড়তে পারে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১০, ২০২৪, ০৮:৫৯ এএম
সারা দেশে গরম বাড়তে পারে
আবহাওয়া ভবন। ফাইল ছবি

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। তবে আবহাওয়া বার্তায় নেই বৃষ্টির পূর্বাভাস। এতে সারা দেশের আবহাওয়া গরম বিরাজ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, বুধবার (১০ এপ্রিল) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন সারা দেশেই বাড়তে পারে তাপমাত্রা।

কক্সবাজারে মঙ্গলবার (৯ এপ্রিল) দেশের সর্বোচ্চ ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন দেশের সর্বনিম্ন ১৯.১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

আবহাওয়া অফিস জানিয়েছে, চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সন্ধ্যা পর্যন্ত এ তাপপ্রবাহ বিস্তার লাভ করতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।

তবে রাতে তাপমাত্রা সামান্য কমতে পারে। এ পরিস্থিতি বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাপমাত্রা আবার বাড়তে পারে, যা পরবর্তী কয়েক দিন পর্যন্ত অব্যাহত থাকবে।   

Link copied!