বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সহিংসতার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানায় সর্বমোট ২৮টি মামলা হয়েছে।
রোববার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন। তিনি জানান, শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন এলাকায় সহিংসতার ঘটনায় সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে।
এরমধ্যে রমনা বিভাগে ১টি, মতিঝিল বিভাগের বিভিন্ন থানায় ১১টি, ওয়ারীতে ৩টি, তেজগাঁওয়ে ২টি, মিরপুরে ৭টি, গুলশানে ৩টি ও উত্তরা বিভাগে ১টি মামলা করা হয়েছে।
ডিসি ফারুক হোসেন আরও জানান, সহিংসতার ঘটনায় শনিবার ৬৯৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৮ দিনে রাজধানীজুড়ে সর্বমোট গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ৪৮০ জনকে।