• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট, মরার ওপর খাড়ার ঘা’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৭, ২০২৪, ০১:৫৭ পিএম
‘মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট, মরার ওপর খাড়ার ঘা’
মেট্রোরেলের টিকিট কাউন্টার। ছবি : সংগৃহীত

মেট্রোরেলের ভাড়ার ওপর এনবিআরের ভ্যাট বসানোর ঘোষণা থেকে সরে আসার দাবি জানিয়েছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)। দলটির সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেছেন, “মূল্যস্ফীতি বাজারে সাধারণ মানুষজনের জীবন যাত্রার মান অত্যন্ত সংকট পূর্ণ হয়ে দাঁড়িয়েছে। তার ওপর যদি মেট্রোরেলের ভাড়ায় আরও ১৫ শতাংশ ভ্যাট আরোপ করা হয়, সেটি মরার ওপর খাড়ার ঘা হবে।”

রোববার (৭ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ দাবি জানিয়ে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বাসদ।

বজলুর রশিদ ফিরোজ বলেন, “অনতিবিলম্বে মেট্রোরেলের ভাড়ায় ভ্যাট বসানোর ঘোষণা থেকে সরে আসতে হবে। দেশের মেগা প্রকল্পগুলোতে যারা দুর্নীতি লুটপাট করছে তাদের শাস্তির মুখোমুখি করতে হবে।”

এ সময় উপস্থিত নেতাকর্মীরা ভ্যাট আরোপ করে মেট্রোরেলের ভাড়া বৃদ্ধি না করে কমানোর দাবি জানান। একইসঙ্গে শিক্ষার্থীদের হাফ ভাড়া নিশ্চিত ও মেগা প্রকল্পের দুর্নীতি এবং লুটপাটের যথাযথ বিচার করার দাবি জানান।

এসময় অন্যান্যের মধ্যে বাসদের কেন্দ্রীয় কমিটির সদস্য জুলফিকার আলি, ঢাকা মহানগর শাখার ইনচার্জ নিখিল দাস, নগর কমিটির সদস্য জাকির হোসেন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি মুক্তা বাড়ৈ প্রমুখ উপস্থিত ছিলেন।

Link copied!