• ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২, ২ জ্বিলকদ ১৪৪৬

৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল আমেরিকা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৫, ১১:০৮ এএম
৩৪ বাংলাদেশিকে ফেরত পাঠাল আমেরিকা
ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের গৃহীত অভিবাসননীতির আওতায় যুক্তরাষ্ট্র থেকে ৩৪ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। গত ৬ মার্চ থেকে সোমবার পর্যন্ত (৪৬ দিনে) যুক্তরাষ্ট্র তাদের ফেরত পাঠিয়েছে। হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর গত ফেব্রুয়ারি থেকে অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে পাঠানো শুরু করে দেশটি। এর ধারাবাহিকতায় বাংলাদেশিদের ফেরত পাঠিয়েছে ট্রাম্প প্রশাসন। পুলিশ সূত্র জানায়, অভিবাসনসংক্রান্ত মামলায় হেরে যাওয়ার পরেও তারা যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। ফেরত পাঠানো বাংলাদেশিদের মধ্যে যুক্তরাষ্ট্রে বিভিন্ন মামলায় সাজা হয়েছে এমন ব্যক্তিরাও রয়েছেন।

বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রে আইনি লড়াইয়ে হেরে যাওয়া ব্যক্তিদেরই দেশে ফেরত পাঠানো হচ্ছে। যাদের ফেরত পাঠানো হচ্ছে, তাদের বিষয়ে আগেই পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানানো হচ্ছে।

Link copied!