আরও ৩০ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার রাতে একটি চার্টার্ড ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
এরই মধ্যে তাদের ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের বিশেষ শাখাকে (এসবি) জানানো হয়েছে।
গত ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেওয়ার পর ২৯ জানুয়ারি নির্বাহী আদেশে দেশটিতে অবৈধভাবে অবস্থানকারীদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু হয়।
২ আগস্ট একটি সামরিক উড়োজাহাজে ৩৯ জনকে দেশে পাঠানো হয়। তাদের মধ্যে এক নারীও ছিলেন।
এর আগে বিভিন্ন সময় ১৫৭ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠায় দেশটি। এবার ৩০ জন ফেরত এলে এই সংখ্যা দাঁড়ায় ১৮৭ জনে।