• ঢাকা
  • শুক্রবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৫, ২১ ভাদ্র ১৪৩২, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

ডিসির বাসভবন থেকে মুছে ফেলা হলো ‘জুলাই গ্রাফিতি’


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২৫, ০১:০৩ পিএম
ডিসির বাসভবন থেকে মুছে ফেলা হলো ‘জুলাই গ্রাফিতি’
ছবি : সংগৃহীত

ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলমের সরকারি বাসভবনের সীমানাপ্রাচীর থেকে ‘জুলাই গণ-অভ্যুত্থানের স্মারক গ্রাফিতি’ মুছে ফেলা হয়েছে। শিক্ষার্থীদের আঁকা এই গ্রাফিতি নতুন করে রং করে ঢেকে দেওয়া হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থী, স্থানীয় রাজনীতিবিদ এবং সাধারণ মানুষ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশত্যাগ করেন। এই গণ-অভ্যুত্থানকে স্মরণ করে সারা দেশের মতো ময়মনসিংহের শিক্ষার্থীরাও বিভিন্ন দেয়ালে ‘রক্তাক্ত জুলাইয়ের’ গ্রাফিতি এঁকেছিলেন। জেলা প্রশাসকের (ডিসি) সরকারি বাসভবনের দেয়ালও বাদ যায়নি।

স্থানীয়দের সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এই গ্রাফিতি বাসভবনের সামনে দেখা গেলেও সম্প্রতি সেটি আর নেই। এ ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও আন্দোলনে অংশগ্রহণকারীরা ক্ষুব্ধ। তারা বলছেন, সম্ভবত জেলা প্রশাসকের এই আন্দোলনের স্মৃতি পছন্দ না হওয়ায় তিনি এই কাজ করেছেন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) সরেজমিনে দেখা যায়, সার্কিট হাউস মাঠের পাশে অবস্থিত জেলা প্রশাসকের বাসভবনের দেয়ালটি সম্পূর্ণ নতুন করে রং করা হয়েছে, গ্রাফিতির কোনো চিহ্নই অবশিষ্ট নেই। যারা এই পথ দিয়ে যাচ্ছেন, তারা অবাক হয়ে দেয়ালের দিকে তাকাচ্ছেন এবং অসন্তোষ প্রকাশ করছেন।

Link copied!