বাংলাদেশ পুলিশে ৪ হাজার সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) পদ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। প্রথমবারের মতো এ পদে সরাসরি নিয়োগ দেওয়া হবে। চার হাজার পদের মধ্যে দুই হাজার এএসআই নিয়োগ পাবেন সরাসরি; বাকি দুই হাজার পদে কনস্টেবল থেকে পদোন্নতি দেওয়া হবে। নতুন জনবল নিয়োগ প্রস্তাবে এএসআই নিয়োগের শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এইচএসসি পাস রাখার কথা বলা হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনের আগে নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হতে পারে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, কর্মপরিকল্পনা ছাড়া এভাবে এএসআই নিয়োগ হলে এসআই পদোন্নতিতে জটিলতা বাড়বে।
জনপ্রশাসন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চার হাজার এএসআই পদ সৃষ্টির প্রস্তাব শিগগিরই প্রশাসনিক উন্নয়ন-সংক্রান্ত সচিব কমিটির বৈঠকে উঠবে। নতুন পদ সৃষ্টিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবে গত জুলাই মাসের শেষ দিকে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। আর অর্থ বিভাগ সম্মতি দিয়েছে গেল আগস্টের মাঝামাঝি সময়ে। সচিব কমিটির অনুমোদন পাওয়ার পর প্রস্তাবটি প্রধান উপদেষ্টার দপ্তরে যাবে। প্রধান উপদেষ্টার অনুমোদন পাওয়ার পরই প্রজ্ঞাপন জারি করবে সংশ্লিষ্ট প্রশাসনিক মন্ত্রণালয়। এরপর নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করবে পুলিশ সদরদপ্তর।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে প্রথমে আট হাজার এএসআই পদ সৃষ্টির অনুমোদন দিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। ব্যয়ের বিষয়টি বিবেচনা করে অর্থ বিভাগ চার হাজার পদের অনুমোদন দিয়েছে। এই চার হাজার এএসআই নিয়োগ সম্পন্ন হলে পুলিশ বাহিনীতে বছরে ১৩৫ কোটি ৭১ লাখ ৯৩ হাজার টাকা খরচ বাড়বে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে।