• ঢাকা
  • বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫, ১৪ কার্তিক ১৪৩২, ৮ জমাদিউল আউয়াল ১৪৪৭

হারিয়ে যাওয়া এনআইডি তুলতে জিডি লাগবে না আর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৬:৩৭ পিএম
হারিয়ে যাওয়া এনআইডি তুলতে জিডি লাগবে না আর

হারিয়ে যাওয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তোলার জন্য এখন থেকে আর থানায় গিয়ে বাধ্যতামুলক সাধারণ ডায়েরি (জিডি) করার প্রয়োজন নেই। জনভোগান্তি দূর করতে নির্বাচন কমিশন (ইসি) জিডি করার এই নিয়ম বাতিল করে চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, 'এনআইডি সেবা কীভাবে আরও সহজ করা যায় সেটি নিয়েও পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের।'

জানা গেছে, গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে নয় লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি। 

সর্বশেষ প্রকাশিত হওয়া সম্পূরক ভোটার তালিকা অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ছয় লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ছয় লাখ ২২ লাখ পাঁচ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!