• ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২, ৭ রবিউল আউয়াল ১৪৪৬

আসিফ নজরুলের পোস্টের পর হাসনাতের কমেন্ট শেয়ার করে ব্যঙ্গ শাওনের


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১২:৫০ পিএম
আসিফ নজরুলের পোস্টের পর হাসনাতের কমেন্ট শেয়ার করে ব্যঙ্গ শাওনের
ছবি : সংগৃহীত

শুক্রবার রাজধানীর কাকরাইলে জাপার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে মিছিল নিয়ে যাওয়ার সময় গণ অধিকার পরিষদের (জিওপি) নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ এবং হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে আইন উপদেষ্টা আসিফ নজরুল। সরকারের দায়িত্বে থাকা এমন ব্যক্তির এমন পোস্টকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা।

একই পোস্ট ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর একটি কমেন্ট শেয়ার করেছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এতে ব্যঙ্গ করে তিনি লেখেন, ‘আমিও সেম সেম বাট দিফ্লেন্ত, মানে তেব্র নিন্দা জানাচ্ছি’। এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘ভিপি নুরুল হক নূরের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি’।

আসিফ নজরুলের পোস্টের কমেন্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, ‘প্রতিবাদের কাজ আপনার? ভণ্ডামি বাদ দেন স্যার। যেই জন্য বসানো হইছে সেটা না করে কী কী করছেন এসবের হিসাব দিতে হবে। কে কোথায় কীভাবে কোন কাজে বাধা দিছে এসব খবর আমাদের কাছে আছে। এসব প্রতিবাদের ভং না ধরে কাজটা করেন।’ 

এর আগে বিজয়নগরে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। উত্তপ্ত পরিস্থিতি একপর্যায়ে রণক্ষেত্রে রূপ নেয়, যা নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনী ও পুলিশ।

গতকাল ২৯ আগস্ট রাত ৮টার কিছুক্ষণ পর হামলার প্রতিবাদে মশাল মিছিল বের করে গণঅধিকার পরিষদ। মিছিল থেকে বিক্ষোভকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশ ব্যারিকেড ভেঙে জাপার কার্যালয় চত্বরে প্রবেশ করে। অপরদিকে, জাতীয় পার্টির নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে কার্যালয়ের ভেতর থেকে প্রতিরোধ গড়ে তোলেন। পরে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Link copied!