• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জরুরি সভা ডেকেছে মহানগর আওয়ামী লীগ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০১:৩৫ পিএম
জরুরি সভা ডেকেছে মহানগর আওয়ামী লীগ

জরুরি বর্ধিত সভা ডেকেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। অন্যদিকে প্রতিনিধি সভা ডেকেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। 

বৃহস্পতিবার (২ নভেম্বর) ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের জরুরি বর্ধিত সভা। রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বিশেষ অতিথি সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সভা সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির।

অন্যদিকে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমদ্দার বাপ্পি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ের সেচ ভবন অডিটোরিয়ামে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে এক প্রতিনিধি সভার আয়োজন করা হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সাংগঠনিক মির্জা আজম।

প্রতিনিধি সভায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নির্বাহী কমিটির সকল সদস্য, থানা, ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা, ইউনিট আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, বিকেল ৫টায় একই স্থানে সকল দলীয় (পুরুষ ও মহিলা) - কাউন্সিলরদের উপস্থিত থাকার জন্য সভাপতি ও সাধারণ সম্পাদক নির্দেশ প্রদান করেছেন।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সভা সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি।

Link copied!