• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৩, ০৪:৪৯ পিএম
রাজধানীতে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার দুই
ছবি : সংগৃহীত

রাজধানীর পল্লবী থেকে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)।  

রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মো. সুলেমান (২৮) ও মো. আকরাম (১৯)।

বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ এর অধিনায়ক (সিও) লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ আবদুর রহমান।

মোহাম্মদ আবদুর রহমান বলেন, “অভিযানে গ্রেপ্তারদের কাছ থেকে ৫০ কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।”

মোহাম্মদ আবদুর রহমান আরও বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, ধামরাই, আশুলিয়াসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক কারবারিদের কাছে বিক্রয় করে আসছিলেন।”

গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই কর্মকর্তা। 

Link copied!