• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

বাংলাদেশের কাছে অর্থ নয়, খাদ্য ও ওষুধ চায় তুরস্ক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৩, ০৭:৫৪ পিএম
বাংলাদেশের কাছে অর্থ নয়, খাদ্য ও ওষুধ চায় তুরস্ক

বাংলাদেশের কাছ থেকে খাদ্য ও ওষুধ সামগ্রী সহায়তা চেয়েছে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মধ্যপ্রাচ্যের দেশ তুরস্ক।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) তুরস্ক দূতাবাস আয়োজিত সংবাদ সম্মেলনে এ সহায়তা চেয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।

মুস্তাফা ওসমান তুরান বলেন, “আমরা বাংলাদেশ থেকে সহায়তা নিতে চাই। আমাদের শীতের কাপড়, ওষুধ, শুকনো খাবার ইত্যাদি সহায়তা দিতে পারেন। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে।”

নগদ কোনো অর্থ সহায়তা নেবে না জা‌নি‌য়ে তুরস্কের রাষ্ট্রদূত ব‌লেন, “টিকা অফিস কোনো নগদ অর্থ সহায়তা নেবে না। কেননা বাংলাদেশে আমাদের কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই। সে কারণে অর্থ পাঠাতে জটিলতা তৈরি হবে।”

মুস্তাফা ওসমান তুরান আরও বলেন, “ভূমিকম্পে বাংলাদেশ সরকার খুব দ্রুত সাড়া দিয়েছে। বাংলাদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী শোক বার্তা পাঠিয়েছেন। বাংলাদেশ পতাকা অর্ধনমিত রেখেছে। আমরা চির কৃতজ্ঞ।”

এর আগে সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ দশমিক শূন্য বা বেশি ছিল।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভূমিকম্পে উভয় দেশে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা ২৩ মিলিয়ন ছাড়িয়ে যেতে পারে। এছাড়া ভূমিকম্পে উদ্ধার কাজে সহযোগিতার জন্য তুরস্ক ও সিরিয়ার পাশে দাঁড়িয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থা।

Link copied!