বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের দ্বিতীয় দিন আজ সোমবার রাজধানীতে বেড়েছে যান চলাচল। এ ছাড়া ছাড়ছে কিছু কিছু দূরপাল্লার বাসও। যদিও তা স্বাভাবিকের চেয়ে কম।
সোমবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর বিভিন্ন স্থান ঘুরে দেখা যায়, গাড়ির চাপ বেড়েছে শহরে। অফিসগামী যাত্রীদেরও চাপ রয়েছে। ঢাকার প্রধান প্রধান পয়েন্টে গাড়ির চাপ কিছুটা বেশি। বেলা বাড়ার সাথে সাথে মানুষের চলাচলও বেড়েছে।
সায়েদাবাদ এলাকায় দূরপাল্লার বাস কাউন্টারগুলো খোলা রয়েছে। কুমিল্লা-নোয়াখালীসহ কয়েকটি জেলার বাস ছেড়ে যাচ্ছে। তবে যাত্রী তুলনামূলক কম।
তিশা বাস সার্ভিসের চালক আব্দুর রহমান জানান, দশ-বারো জন যাত্রী হলেই তারা বাস ছেড়ে দিচ্ছেন। ঝুঁকি থাকলেও পেটের দায়ে তাদের বাস চালাতে হচ্ছে।
গাবতলীসহ রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি আন্তঃজেলা বাস ছেড়ে গেলেও যাত্রী ছিল একেবারেই কম।
এদিকে যাত্রীদের চাপ ছিল কমলাপুর রেলস্টেশনে। দূরপাল্লার বাস চলাচল কম থাকায় যাত্রীরা ট্রেনকেই বেছে নিয়েছেন। সকাল থেকে নির্ধারিত সময়েই বিভিন্ন ট্রেন ছেড়ে গেছে বলে রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে।