স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, “জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডারকেন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না। সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে।”
শনিবার (৮ মার্চ) ঢাকার এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন উপলক্ষ্যে এলজিইডি কর্তৃক আয়োজিত ‘শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা-২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “এ কথা আজ প্রতিষ্ঠিত সত্য যে, ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায়, যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় ৫১ শতাংশ নারী। সে কারণেই নারীর সমঅধিকার ও সমঅংশীদারত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ।”
ক্রীড়া উপদেষ্টা বলেন, “নারী-পুরুষের সম্মিলিত প্রচেষ্টায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তেমনিভাবে ২০২৪-এ নতুন বিজয় গাঁথা সৃষ্টি হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকে ধর্মকে ব্যবহার করে, নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে। এ বিষয়ে দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।”
স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, “আজ যে ১০ নারীদের শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারীর সম্মাননা প্রদান করা হলো। তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। আমি অনুরোধ করব, আপনারা নিজেরা যেভাবে দুঃখময় জীবন থেকে ঘুরে দাঁড়িয়েছেন, তেমনি ঘুরে দাঁড়ানোর জন্য অন্যান্য নারীদের উৎসাহিত করবেন।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























