• ঢাকা
  • বুধবার, ০২ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

অনেক চ্যালেঞ্জ আসতে পারে, সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২৩, ০৫:৪৫ পিএম
অনেক চ্যালেঞ্জ আসতে পারে, সতর্ক থেকে দায়িত্ব পালনের আহ্বান
ছবি : সংগৃহীত

সামনে অনেক চ্যালেঞ্জ আসতে পারে, এসব মোকাবিলায় সবাইকে সতর্ক থেকে দায়িত্ব পালন করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেছেন, “আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং মানুষের জীবন-সম্পত্তি রক্ষা করা আমাদের প্রধান কাজ ও পবিত্র দায়িত্ব। আমরা ডিসিপ্লিন ফোর্স।”

রোববার (১৫ অক্টোবর) মিরপুরে পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) পুলিশ লাইন্সে বিশেষ রোলকলে উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।

আমাদের কাজে-কর্মে ডিসিপ্লিন রাখতে চাই জানিয়ে হাবিবুর রহমান বলেন, “আমাদের পোশাক-পরিচ্ছদের পাশাপাশি আমাদের মন মানসিকতাও পরিচ্ছন্ন রাখব। আমরা মানুষের ভালো করার জন্য পুলিশের চাকরিতে এসেছি। নিজে ভালো না থাকলে অন্যকে ভালো রাখা যাবে না। সুতরাং নিজে আগে ভালো থাকতে হবে।”

ডিএমপি কমিশনার বলেন, “আশা করছি কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ পাওয়া যাবে না। কারণ আমরা সবাই ডিসিপ্লিন ফোর্স। মনে রাখতে হবে অপরাধ করে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

পুলিশ সদস্যদের খেলাধুলা প্রসঙ্গে হাবিবুর রহমান বলেন, “খেলাধুলা মানুষের মনকে প্রফুল্ল রাখে। মানসিকভাবে প্রফুল্ল থাকতে ও শারীরিকভাবে ফিট থাকতে ডিউটির ফাঁকে ফাঁকে খেলাধুলার কোনো বিকল্প নেই।”  

রাজধানীসহ সারা দেশের ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে ডিএমপি কমিশনার বলেন, “আমরা জানি সারা দেশে ডেঙ্গু রোগের প্রকোপ চলছে। সেটি ঢাকা মেট্রোপলিটন এলাকায় বেশি। আমাদের অনেক পুলিশ সদস্য ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। কিছুদিন আগে পুলিশ হাসপাতালে গিয়েছিলাম, সেখানে দেখেছি চিকিৎসাধীন ৮০ ভাগ রোগীই ডেঙ্গু রোগী।”

হাবিবুর রহমান আরও বলেন, “ডেঙ্গু থেকে বাঁচতে আমাদের আশপাশ নিজ দায়িত্বে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সহসা ডেঙ্গু শেষ হয়ে যাবে, বিষয়টি এমন নয়। এর থেকে বাঁচতে নিজেদের সচেতন হওয়া ছাড়া অন্য কোনো ব্যবস্থা নেই।”

Link copied!