• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ইফতারের আগে যে কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৯, ২০২৪, ০৬:৪৮ পিএম
ইফতারের আগে যে কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল
ঢাকার মেট্রোরেল। ছবি : সংগৃহীত

প্রায় আধঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে মেট্রোরেল চলাচল। মঙ্গলবার (১৯ মার্চ) বিকেলে ট্রেনটি মতিঝিল থেকে ৪টা ৪৮ মিনিটে উত্তরার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পরে বাংলাদেশ সচিবালয় স্টেশনে এসে থেমে যায়। বিকেল ৫টা ১৯ মিনিটের দিকে আবার চালু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল আধঘণ্টা বন্ধ ছিল। মেট্রোরেল চলাচল বন্ধ থাকায় ইফতারের আগ দিয়ে বিপাকে পড়েন যাত্রীরা। অফিস ছুটির সময়ে রেল চলাচল বন্ধ থাকায় পুরো স্টেশন ভরে যায় যাত্রী দিয়ে।

এদিকে এগারো মাস ধরে তদন্ত করে মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় কোনো আসামি শনাক্ত করা যায়নি। তাই মামলাটি নিষ্পত্তির জন্য চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দাখিল করেছে পুলিশ। তবে আসামি শনাক্ত এবং সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে মামলা পুনরুজ্জীবিত করা হবে বলেও প্রতিবেদনে বলা হয়েছে।

Link copied!