• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫

ধানের মৌসুমে চাল আমদানি করছে সরকার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩, ০৫:১৮ পিএম
ধানের মৌসুমে চাল আমদানি করছে সরকার

প্রয়োজনীয় চাহিদার জোগান দিতে সিঙ্গাপুর ও ভারত থেকে এক লাখ টন সেদ্ধ চাল কেনার প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকার।

বুধবার (৪ জানুয়ারি) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। বৈঠকের সভাপতিত্ব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান এ তথ্য নিশ্চিত করেন।  

সাঈদ মাহবুব খান বলেন, “আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ভারতের বাগাদিয়া ব্রাদার্সের কাছ থেকে ২১০ কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫০০ হাজার টাকায় ৫০ হাজার টন ‘নন বাসমতি’ সেদ্ধ চাল কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এ ছাড়া ২১৩ কোটি ৪০ লাখ ৩৬ হাজার ২৫০ টাকায় সিঙ্গাপুরের অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশনালের কাছ থেকে আরও ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।”

এতে ভারত থেকে আনা চালের দাম পড়ছে কেজি প্রতি ৪২ টাকা আর সিঙ্গাপুর থেকে আমদানি করা চালের দাম পড়ছে কেজি প্রতি ৪২ টাকা ৬৮ পয়সা।

চলতি বছরের ১০ নভেম্বর থেকেই সরকার ৪২ টাকা কেজি দরে ৫ লাখ টন চাল ও ২৮ টাকা কেজি দরে ৩ লাখ টন ধান সংগ্রহের অভিযান শুরু করেছেন।

খাদ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, সরকার এই সময়ের মধ্যে ৫৬৩ টন ধান ও ১ লাখ ৫২ হাজার ৬৮৮ টন চাল সংগ্রহ করতে পেরেছেন। এ ছাড়া সরকারি গুদামে এখন ১৪ লাখ ৫৪ হাজার টন চাল ও ১ হাজার ৮২ টন ধান মজুত আছে।

Link copied!