দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে দ্বিতীয় দিনের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়েছে। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে অংশ নিয়েছেন বোর্ড সদস্যরা।
জানা যায়, শুক্রবার (২৪ নভেম্বর) প্রথম দফায় বরিশাল ও খুলনা বিভাগের দলীয় মনোনয়ন চূড়ান্ত করা হবে। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় দফায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের মনোনয়ন চূড়ান্ত করবে বোর্ড।
এরপর ধারাবাহিকভাবে বাকি বিভাগের প্রার্থী চূড়ান্ত করা হবে। তিনদিন ব্যাপী আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা শেষ হওয়ার কথা রয়েছে কাল শনিবার। এর মাধ্যমে চূড়ান্ত হবে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী তালিকা।
এর আগে, বৃহস্পতিবারও (২৩ নভেম্বর) ক্ষমতাসীন দলের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। এদিন রংপুর ও রাজশাহী বিভাগের ৭২টি আসনে প্রার্থী চূড়ান্ত করেছে মনোনয়ন বোর্ড।
সংসদীয় মনোনয়ন বোর্ডের সদস্য যারা
আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন সভাপতি হিসেবে রয়েছেন দলীয় প্রধান শেখ হাসিনা। সদস্য হিসেবে রয়েছেন আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, শেখ ফজলুল করিম সেলিম, আবুল হাসনাত আবদুল্লাহ, কাজী জাফর উল্লাহ, রমেশ চন্দ্র সেন, ওবায়দুল কাদের, মো. রশিদুল আলম ও দীপু মনি।