• ঢাকা
  • বুধবার, ২৩ জুলাই, ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২, ২৮ মুহররম ১৪৪৬

ঢাকা ও আশপাশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৩, ২০২৫, ১০:১৯ এএম
ঢাকা ও আশপাশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (২৩ জুলাই) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক। দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৩ শতাংশ, যা গরমের অনুভূতি আরও বাড়িয়ে তুলতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং দিনভর বৃষ্টিপাত হয়েছে ২৫ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস বলছে, তাপমাত্রা বাড়লেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম থাকায় ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। ফলে বাইরে বের হওয়ার সময় গরম থেকে বাঁচতে সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে সংস্থাটি।

Link copied!