• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাইডেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৩, ০৯:২২ এএম
বাইডেনকে ঢাকা সফরের আমন্ত্রণ জানালেন শেখ হাসিনা

জি২০ সম্মেলনে অংশ নেওয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর কর্মসূচি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার কন্যা সায়মা ওয়াজেদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে।

জি-২০ সম্মেলন উপলক্ষ্যে নয়াদিল্লিতে আসা বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রীর আয়োজিত নৈশভোজে একত্রিত হন শেখ হাসিনা, জো বাইডেন ও নরেন্দ্র মোদি। এসময় ছিলেন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানাও।

রাতে প্রধানমন্ত্রীর আবাসস্থলে এক ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, জি-২০ সম্মেলনের ফাঁকে শনিবার দীর্ঘ ১৫ মিনিট আলোচনা হয় জো বাইডেন ও শেখ হাসিনার। এসময় নিজে থেকেই সেলফি তোলেন জো বাইডেন।

বাংলাদেশকে কোনো ইস্যুতে যুক্তরাষ্ট্র চাপ দেয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, রাজনৈতিক বা মানবাধিকার ইস্যুতে কোনো প্রশ্ন নয় বরং শেখ হাসিনার নেতৃত্বের সাফল্যের বিষয়ে অবগত থাকার কথা জানিয়েছেন জো বাইডেন। 

শনিবার সফরের দ্বিতীয় দিনে জি-২০ সম্মেলনের ফাঁকে সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ কোরিয়া ও আর্জেন্টিনার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যেখানে গুরুত্ব পায় দ্বিপাক্ষিক নানা ইস্যু। এ ছাড়া সৌদি ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আব্দুল আজিজ এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকসহ বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় হয় প্রধানমন্ত্রীর।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!