• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,

রাতে ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২২, ২০২৩, ১২:৪৫ পিএম
রাতে ঢাকায় আসছেন সৌদির হজমন্ত্রী

দুই দিনের সফরে বাংলাদেশে আসছেন সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক আল-রাবিয়াহ।

মঙ্গলবার (২২ আগস্ট) রাতে তিনি ঢাকায় আসবেন বলে জানা গেছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা সফরকালে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তৌফিক আল-রাবিয়াহ। এ ছাড়া তিনি ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলীর সঙ্গে বৈঠক করবেন।

ওমরাহ ব্যবস্থায় নতুন উদ্যোগসহ মক্কা ও মদিনায় পবিত্র দুই মসজিদে আরও সুযোগ-সুবিধার বিষয়ে আলোচনা করতে তার এ সফর। প্রায় এক যুগ পর সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রীর বাংলাদেশ সফরকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছে পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়।

ঢাকাস্থ সৌদি দূতাবাসের আয়োজনে বসুন্ধরা কনভেনশন সেন্টারে হজ ও ওমরাহ-সংক্রান্ত অ্যাপস নুসুক বিষয়ে হজ এজেন্সিগুলোকে নিয়ে একটি মেলার আয়োজন করা হয়েছে। আল-রাবিয়াহ ওই মেলার উদ্বোধন করবেন।

সৌদির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব পালনের পাশাপাশি আল-রাবিয়াহ গড সার্ভিস প্রোগ্রাম কমিটিরও চেয়ারম্যান। ২০২১ সালের অক্টোবরে সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল-রাবিয়াহকে দেশটির হজ ও ওমরাহমন্ত্রীর দায়িত্ব দেন।

এর আগে আল-রাবিয়াহ সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন।

Link copied!