• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫
গুলিস্তানে বিস্ফোরণ

আহতদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ৭, ২০২৩, ০৮:৫২ পিএম
আহতদের চিকিৎসার সুব্যবস্থা করা হয়েছে : স্বাস্থ্যমন্ত্রী

রাজধানীর গুলিস্তানে ভবনে বিস্ফোরণের আহতদের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার সার্বিক ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৭ মার্চ) রাত সোয়া ৮টার দিকে বিস্ফোরণে হতাহতদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আহতদের ওয়ার্ডে ওয়ার্ডে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের চিকিৎসক নার্সরা সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।”

মন্ত্রী বলেন, “এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। তবে আমাদের সকলের সজাগ থাকা প্রয়োজন। এটা এসি বা অন্য কোনো গ্যাস থেকেও হতে পারে।”

এ ঘটনাকে নাশকতা মনে করছেন কি না জানতে চাইলে মন্ত্রী বলেন, “আমাদের পুলিশের বিশেষজ্ঞ দল রয়েছে, তারা তদন্ত শেষ করে বিস্তারিত বলতে পারবেন।”

এর আগে বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে গুলিস্তানের ছিদ্দিক বাজারে একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক।

এরপর থেকে ফায়ার সার্ভিসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।

Link copied!