• ঢাকা
  • শনিবার, ২৪ মে, ২০২৫, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ জ্বিলকদ ১৪৪৬

লন্ডনে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ২৪, ২০২৫, ১২:১৯ পিএম
লন্ডনে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার ১৪৭৯ কোটি টাকার সম্পদ জব্দ
সালমান এফ রহমান, আহমেদ শায়ান ফজলুর রহমান ও আহমেদ শাহরিয়ার রহমান

যুক্তরাজ্যের লন্ডনে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করেছে যুক্তরাজ্যের গুরুতর ও সংগঠিত অপরাধ সংস্থা (এনসিএ)। বাংলাদেশের ক্ষমতাচ্যুত সরকারের সঙ্গে যুক্ত সম্পদ চিহ্নিত করতে যুক্তরাজ্যের ওপর ক্রমবর্ধমান চাপের মুখে এই পদক্ষেপ নেওয়া হলো।

বাংলাদেশি মুদ্রায় এ দুই ভাইয়ের জব্দকৃত সম্পত্তির অর্থমূল্য ১ হাজার ৪৭৯ কোটি ৩৮ লাখ ১৩ হাজার টাকা প্রায়।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ৯টি ফ্রিজিং অর্ডার জারি করেছে। এসব আদেশের আওতায় আহমেদ শায়ান রহমান ও তার চাচাতো ভাই আহমেদ শাহরিয়ার রহমানকে তাদের সম্পত্তি বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই সম্পত্তিগুলোর মধ্যে লন্ডনের গ্রোসভেনর স্কোয়ারের অ্যাপার্টমেন্টও রয়েছে।

এর আগে দ্য গার্ডিয়ানের একটি তদন্তে শেখ হাসিনার স্বৈরশাসনের মিত্রদের মালিকানাধীন যুক্তরাজ্যের সম্পত্তিগুলোর মধ্যে এ দুই ব্যক্তির নামও উঠে এসেছিল।

কোম্পানিজ হাউসের রেকর্ড অনুযায়ী, সমস্ত সম্পত্তি ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, আইল অব ম্যান বা জার্সি-ভিত্তিক কোম্পানিগুলোর মাধ্যমে কেনা হয়েছে। সেগুলোর দাম ১ দশমিক ২ মিলিয়ন পাউন্ড থেকে ৩৫ দশমিক ৫ মিলিয়ন পাউন্ড পর্যন্ত।

আহমেদ শায়ান রহমান সালমান এফ রহমানের ছেলে এবং আহমেদ শাহরিয়ার রহমান তার ভাতিজা। সালমান এফ রহমান বাংলাদেশের বৃহৎ করপোরেট প্রতিষ্ঠান বেক্সিমকোর মালিক। গত বছর গণ-অভ্যুত্থানের শেখ হাসিনা সরকারের পতনের পর দেশ থেকে পালানোর চেষ্টা করেছিলেন তিনিও। পরে শেখ হাসিনা সরকারের আইনমন্ত্রী আনিসুল হকসহ গ্রেপ্তার হন।


গত বছর দ্য গার্ডিয়ান ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ তদন্তে শেখ হাসিনার মিত্রদের মালিকানাধীন ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির মধ্যে সালমান এফ রহমানের ছেলে ও ভাতিজার সম্পত্তির তথ্যও উঠে আসে।

এনসিএর জব্দ করা সম্পত্তিগুলোর মধ্যে উত্তর লন্ডনের গ্রেশাম গার্ডেন্সে অবস্থিত একটি বাড়িও রয়েছে। এ বিষয়ে প্রথম প্রতিবেদন করে ফিন্যান্সিয়াল টাইমস। প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার বোন এবং যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিকের মা শেখ রেহানা এই বাড়িতে বসবাস করতেন। জব্দ দুটি বাড়ির দাম ৭ দশমিক ৭ মিলিয়ন পাউন্ড।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!