রাজধানীতে প্রাইভেট কার থামিয়ে এলোপাতাড়ি গুলির ঘটনায় শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন জড়িত থাকতে পারেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
হারুন অর রশীদ বলেন, “এই মামুনের পুরো নাম তারিক সাঈদ মামুন। তিনি চিত্রনায়ক সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। এই মামলায় প্রায় ২০ বছর কারাভোগের পর জামিনে বের হন তিনি। শীর্ষ সন্ত্রাসী ইমনও সোহেল চৌধুরী হত্যা মামলার আসামি। ইমন বর্তমানে কারাগারে রয়েছেন।”
ডিবি প্রধান আরও বলেন, “জেলে থাকা অবস্থায় মামুনকে হুমকি দিয়েছিলেন ইমন। ধারণা করা হচ্ছে, ইমনের লোকজন মামুনের ওপর হামলা করেছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত হচ্ছে। তদন্তে সবকিছুই আসবে।”
এর আগে সোমবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চলের বিজি প্রেস এলাকায় এই গোলাগুলির ঘটনা ঘটে। এতে ভুবন চন্দ্র শীল (৫৫) নামে এক পথচারী গুলিবিদ্ধ হয়েছেন। এ ছাড়াও আহত হয়েছেন, আরও দুইজন। তারা হলেন, মামুন (৫৪) ও আরিফুল হক ইমন (৩০)। এই দুইজনের মধ্যে আরিফুল পথচারী আর মামুন শীর্ষ সন্ত্রাসী।
পুলিশের ধারণা, মামুনকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে অন্য সন্ত্রাসী গ্রুপ।