• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

ছাত্রলীগের সম্মেলনে আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২২, ১২:০২ পিএম
ছাত্রলীগের সম্মেলনে আসন গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে যোগ দিতে সোহরাওয়ার্দী উদ্যানে পৌঁছেছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৬ ডিসেম্বর) বেলা ১১টা ২০ মিনিটে তিনি সম্মেলনস্থলে পৌঁছান।

এ সময় প্রধানমন্ত্রীকে দেখে ছাত্রলীগের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সোহরাওয়ার্দী উদ্যান।

এদিকে সম্মেলনে যোগ দিতে সারা দেশের বিভিন্ন জেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা ঢাকায় এসেছেন। এরইমধ্যে সম্মেলনস্থল ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যোগ দিয়েছেন নেতারা। তবে এখনো মিছিল নিয়ে সম্মেলনের গেটে পৌঁছে ভেতরে ঢোকার অপেক্ষায় রয়েছেন অনেকে।

বিভিন্ন জেলার নেতাকর্মীদের পাশাপাশি রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন হল ও রাজধানীর ওয়ার্ড, থানা ও মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরাও। এতে সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশ মুখে ভিড় দেখা যায়। মূলত সকাল ৮টা থেকে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের চার পাশে অবস্থান নিতে শুরু করেন জেলার নেতারা।

বিশ্ববিদ্যালয়ের নীলক্ষেত, পলাশী, দোয়েল চত্বর, শহীদ মিনার, রাজু ভাস্কর্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দেখা যায় খণ্ড-খণ্ড মিছিল নিয়ে নেতা-কর্মীরা সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। হাতে ব্যানার নিয়ে উচ্চস্বরে, “এবারের সমাবেশ সফল হোক, জয় বাংলা-জয় বঙ্গবন্ধু, দিয়েছি তো রক্ত ; আরো দিব রক্ত, এক মুজিব লোকান্তরে, লক্ষ্য মুজিব লড়াই করে, মুজিব আমার বিশ্বাস, মুজিব আমার চেতনাসহ” নানা স্লোগান দিতে থাকেন। এই সম্মেলন থেকে যোগ্য নেতৃত্বের নাম উঠে আসবে বলে আশা ব্যক্ত করেন তারা।

Link copied!