• ঢাকা
  • মঙ্গলবার, ০৩ ডিসেম্বর, ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ১ জমাদিউস সানি ১৪৪৬

বাজারে মানুষের কষ্ট হচ্ছে : দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৪, ০৪:০২ পিএম
বাজারে মানুষের কষ্ট হচ্ছে : দ্রব্যমূল্যের বৃদ্ধি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা
সবজির দোকান। ছবি : সংগৃহীত

বাজারে এমনভাবে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে যে, ট্যাক্স কমিয়েও নিত্যপণ্যের দাম কমানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, “বাজারে গিয়ে মানুষের কষ্ট হচ্ছে। ৫০০ টাকা নিয়ে গেল দু-মুঠো শাক ও অন্যান্য কিছু কিনলেই শেষ হচ্ছে। আমি চেষ্টা করছি, বাজারে পণ্যের দাম কমানোর জন্য।”

বুধবার (নভেম্বর ১৩) পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) আয়োজিত ‘পিকেএসএফ দিবস ২০২৪’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ বলেন, “এনবিআর অনেক সুবিধা দিয়েছে, ট্যাক্স কমানো হলো। এরপরও নিত্যপণ্যের দাম কমছে না। মানুষ অধৈর্য হয়ে গেছে, এটাই স্বাভাবিক। আমি প্রধান উপদেষ্টাকে বললাম, বাজারে দাম কমানো শুধু বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ না। এখানে অনেকগুলো ফ্যাক্ট আছে।”

বর্তমান সরকারের কাজের কথা উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, “আমরা ভালো কাজ করছি। আমরা চলে গেলেও মানুষ মনে রাখবে। মানুষ বলবে, স্যার আপনি ওখানে ছিলেন, আপনি অমুক কাজ করছেন। অনেকে আমাদের ধন্যবাদ দেয় যে, স্যার আপনি ট্যাক্সের অমুক কাজটি ভালো করেছেন। বন্ডের ট্যাক্স তুলে দেওয়ায় মানুষ আমাদের অনেক ভালো বলে। সঞ্চয়পত্রেও আমরা ভালো করেছি। এখন সঞ্চয়পত্রে স্বয়ংক্রিয়ভাবে রিনিউ হচ্ছে। ভালো জিনিস যত তাড়াতাড়ি করা যায় ততোই মঙ্গল।”

ভালো প্রতিষ্ঠানের বড্ড অভাব জানিয়ে সালেহউদ্দিন আহমেদ বলেন, “বিল্ডিং আছে, কিন্তু মানুষ নেই। সেখানে স্বচ্ছতার অভাব, জবাবদিহিতার অভাব। আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে প্রতিদিন কথা বলি যে, তুমি এটা দেখ।”

Link copied!