মেট্রোরেল চলাচলের সময় কম্পনরোধে ব্যবহৃত বিয়ারিং প্যাড (শক অ্যাবজর্ভার প্লেট) ছিটকে পড়ে নিহত পথচারীর পরিচয় মিলেছে। নিহত ব্যক্তির নাম আবুল কালাম, তিনি শরিয়তপুরের নড়িয়ার ইশ্বরকাঠি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) মো. আক্কাস আলী বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের কাছে পাওয়া পাসপোর্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হয়েছে।
ঘটনাটি ঘটে রোববার (২৬ অক্টোবর) দুপুর সোয়া ১২টার দিকে, ফার্মগেট মেট্রো স্টেশনসংলগ্ন বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ ওপর থেকে একটি ভারী ধাতব বস্তু নিচে পড়ে একজন পথচারীকে আঘাত করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর মেট্রোরেল চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্র জানায়, মেট্রোরেল লাইনের নিচের অংশে থাকা পিলারের সঙ্গে যুক্ত রাবারের বিয়ারিং প্যাডগুলো ট্রেন চলাচলের সময় কম্পন ও শব্দ নিয়ন্ত্রণে সাহায্য করে। প্রতিটি প্যাডই ভারী ধাতব রাবার সংমিশ্রণে তৈরি।
উল্লেখ্য, এর আগেও ২০২৩ সালের ১৮ সেপ্টেম্বর আগারগাঁও থেকে মতিঝিল রুটে একই ধরনের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা ঘটে, তখনও ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে হয়েছিল।






























