• ঢাকা
  • শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ জ্বিলকদ, ১৪৪৪

হারুনের শ্বশুরের ১০তলা ভবন ক্রোকের আদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ০৭:০৭ পিএম
হারুনের শ্বশুরের ১০তলা ভবন ক্রোকের আদেশ

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক প্রধান হারুন-অর-রশীদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ গড়তে সহায়তার অভিযোগে শ্বশুর মো. সোলায়মানের নামে থাকা উত্তরায় জমিসহ ১০তলা ভবন ক্রোকের আদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার (১৫ মে) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত দুদকের পৃথক দুটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
 
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, উত্তরায় জমিসহ ১০তলা ভবন ক্রোকের পাশাপাশি সোলায়মানের নামে থাকা পাঁচটি ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়েছে। এছাড়া সঙ্গে হারুনের ভাই এ বি এম শাহরিয়ারেরও দুটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দেন আদালত।
 
এদিন দুদকের উপপরিচালক মুহাম্মদ জয়নাল আবেদীন এই আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেন। 
 
এদিকে সাবেক গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী ও তার স্ত্রী ফাহিমা খাতুনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!