• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মদ্যপানে এক বোনের মৃত্যু, অন্যজন হাসপাতালে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৩, ১১:০৫ এএম
মদ্যপানে এক বোনের মৃত্যু, অন্যজন হাসপাতালে

রাজধানীতে মদপান করে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর এক বোনের মৃত্যু হয়েছে।

শনিবার (২ সেপ্টেম্বর) ভাটারা থানার বসুন্ধরা আবাসিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম জান্নাত আক্তার (২৪)। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন ইমু আক্তার (২৫)। সম্পর্কে তারা খালাতো বোন।

নিহতের মামাতো বোন তানহা ইসলাম বলেন, জান্নাত ও ইমু দুজনেই একটি বিউটি পার্লারে কাজ করতেন। বসুন্ধরা আবাসিক এলাকা একসঙ্গেই থাকতেন। রাতে তারা দুজন মদপান করেন। সকালের দিকে তারা দুজনেই অসুস্থ হয়ে পড়লে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ নেওয়া হয়। এরপর চিকিৎসক জান্নাতকে মৃত ঘোষণা করেন। পরে অসুস্থ ইমু আক্তারকে মেডিসিন বিভাগে ভর্তি নেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি ভাটারা থানাকে জানিয়েছি। অসুস্থ আরও একজনের মেডিসিন বিভাগে চিকিৎসা চলছে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!