• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫

গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৩, ১২:১৩ পিএম
গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় একটি বাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। নিহতের নাম সুখী আক্তার (২৫) সোমবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে তিনি মারা যান। এ ঘটনায় দগ্ধ বাকি চারজন হাসপাতালে চিকিৎসাধীন।

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সুখী আক্তারের (২৫) শরীরের ৯৮ শতাংশ পুড়ে গিয়েছিল।

আইউব হোসেন আরও জানান, দগ্ধি চার মনের মধ্যে সুখী আক্তারের স্বামী আল আমিনের (৩০) শরীরের ৯৫ শতাংশ পুড়ে গেছে। এ ছাড়া রফিক মিয়ার (৩৫) শরীরের ৯২ শতাংশ পুড়ে গেছে। অপর দুজন আলেয়া বেগম (৬০) ও জামাল হোসেনের (৪৫) শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে।

এর আগে রোববার (২৬ ফেব্রুয়ারি) বেলা একটার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় দোতলা বাড়ির নিচতলার গ্যাসের লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

দগ্ধ আল আমিনের চাচাতো ভাই মো. রাসেল জানান, তার ভাই আল আমিন ও সুখী আক্তার রামারবাগ এলাকায় দোতলা একটি বাড়ির নিচতলায় ভাড়া থাকেন। তারা দুজনই তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। দুপুরের চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে।

Link copied!