• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

এনআইডি সার্ভারের পরিষেবা সচল করা হয়েছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৩, ০৩:৪৫ পিএম
এনআইডি সার্ভারের পরিষেবা সচল করা হয়েছে

রক্ষণাবেক্ষণের কাজ শেষে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভারের পরিষেবা আবারও সচল করা হয়েছে।

বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে এই সেবা চালু হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে রক্ষণাবেক্ষণের জন্য এনআইডি সেবার সার্ভার ডাউন রাখা হয়। এরপর বুধবার দুপুর ২টার দিকে চালু করার কথা থাকলেও তার আগেই তা সচল করা হয়।

এনআইডি সার্ভারে দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। গত ১৬ আগস্টও রক্ষণাবেক্ষণের কাজে এনআইডি সেবা বন্ধ ছিল।

এ ছাড়া গত জুনে মুঠোফোনের সিম বিক্রির জন্য ক্রেতার তথ্যের সত্যতা যাচাইসহ বিভিন্ন সেবার জন্য অপারেটররা এনআইডির সার্ভার ব্যবহারে সমস্যায় পড়েন। সে সময় অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব) সার্ভার-জটিলতা নিয়ে ইসিকে চিঠিও দিয়েছিল।

Link copied!