• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২৭, ২০২৪, ০৯:৫৪ পিএম
চার বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার
বাংলাদেশ সরকারের লোগো। ফাইল ফটো

ঢাকা, রাজশাহী, রংপুর ও বরিশাল বিভাগে নতুন অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদায়ন করেছে সরকার।

বুধবার (২৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, তিনজন যুগ্মসচিব এবং তিনজন উপসচিব পদমর্যাদার কর্মকর্তাকে চার বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। তাদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে সংযুক্ত মো. আসাদুজ্জামানকে রংপুর বিভাগে, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত সুব্রত কুমার দে-কে বরিশাল বিভাগে, অর্থনৈতিক সম্পর্ক বিভাগে সংযুক্ত বিশ্বাস রাসেল হোসেনকে ঢাকা বিভাগে পদায়ন করা হলো।

পৃথক আরেক প্রজ্ঞাপনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ কবির উদ্দীনকে রাজশাহী বিভাগে, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সাহেলা আক্তারকে ঢাকা বিভাগে এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোহাম্মদ মোহসীন উদ্দিনকে রংপুর বিভাগের অতিরিক্ত কমিশনার করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

Link copied!