• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত মিরপুর, যান চলাচল বন্ধ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৩, ১২:০৪ পিএম
পোশাকশ্রমিকদের আন্দোলনে উত্তপ্ত মিরপুর, যান চলাচল বন্ধ

পোশাকশ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুর এলাকা। বুধবার (১ নভেম্বর) সকাল থেকে শ্রমিকেরা লাঠিসোটা হাতে নিয়ে মিরপুর ১, ১০, ১২ সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেন। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়।

সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। এ সময় টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ রেখেছেন।

শ্রমিকরা জানান, তাদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছেন। এখন তারা সেখানেই জড়ো হবেন।

এদিকে মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের। 
 

Link copied!