• ঢাকা
  • মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫, ১৭ আষাঢ় ১৪৩২, ০৬ মুহররম ১৪৪৬

বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৩, ০১:৫৩ পিএম
বিকেলে হাসপাতালে নেওয়া হবে খালেদা জিয়াকে
ফাইল ছবি

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে বুধবার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে।

তথ্যটি নিশ্চিত করেছেন বিএনপির চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার।

তিনি জানান, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিকেল ৫টায় রওনা দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

উল্লেখ্য, গত ১৩ জুলাই রাতে হঠাৎ অসুস্থ হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাতেই এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভর্তি হন।

খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।

দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে ২০১৮ সালে খালেদা জিয়া কারাগারে গিয়েছিলেন। দেশে করোনা মহামারি শুরুর পর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে তার সাজা স্থগিত করে। এরপর কয়েক দফায় তার দণ্ডাদেশ স্থগিতের মেয়াদ বাড়ানো হয়েছে।

Link copied!