• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১, ৫ জ্বিলকদ ১৪৪৫

৪৮ বছর পর খালেদ মোশাররফসহ তিন সেনা হত্যায় মামলা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১১, ২০২৩, ০৫:৪৩ পিএম
৪৮ বছর পর খালেদ মোশাররফসহ তিন সেনা হত্যায় মামলা

৪৮ বছর পর মেজর জেনারেল খালেদ মোশাররফ বীর উত্তমসহ তিন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তাকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ১৯৭৫ সালে সপরিবারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থানের মধ্যে খালেদ মোশাররফ নিহত হন। সে সময় হত্যাকাণ্ডের শিকার কর্নেল নাজমুল হুদার মেয়ে সংসদ সদস্য নাহিদ ইজহার খান বুধবার রাজধানীর শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন।

এজাহারে নাহিদ ইজহার খান লিখেছেন, “সেই সময়ের সেনাপ্রধান জিয়াউর রহমান এবং জাসদ নেতা কর্নেল আবু তাহের বীর বিক্রমের নির্দেশে নাজমুল হুদাসহ তিন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় “

ওই ঘটনায় জড়িতদের মধ্যে কেবল ১০ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সাবেক মেজর আব্দুল জলিল জীবিত আছেন জানিয়ে তাকেই মামলার এজাহারে আসামি করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার আজিমুল হক বলেন, “বুধবার রাতে শেরে বাংলা নগর থানায় মামলাটি হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে।”

১৯৭৫ সালের ৭ নভেম্বর সকালে তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল খালেদ মোশাররফসহ তার দুই সহযোগী কর্নেল খন্দকার নাজমুল হুদা এবং লে. কর্নেল আবু তাহের মোহাম্মদ হায়দারকে হত্যা করা হয়।

Link copied!