• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫, ৩০ শ্রাবণ ১৪৩২, ১৯ সফর ১৪৪৬

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৪, ২০২৫, ০১:৫৫ পিএম
টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার
টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুন

আলোচিত-সমালোচিত টিকটকার প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাজধানীর ভাটারা থানা-পুলিশ তাকে গ্রেপ্তার করে। 

টিকটকার মামুনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান। গণমাধ্যমকে তিনি বলেন, ‘বিজ্ঞ আদালতের ওয়ারেন্টের ভিত্তিতে প্রিন্স মামুন ওরফে আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করা হয়েছে।’

প্রিন্স মামুনের গ্রেপ্তারের বিষয়ে লায়লা গণমাধ্যমকে বলেন, ‘মামুন গ্রেপ্তার হয়েছে এটা সত্য। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, আমি নিশ্চিত নই। ওর বিরুদ্ধে অনেক মামলাই চলছে।’ 

টিকটকার প্রিন্স মামুন গ্রেপ্তার

এবারই প্রথম না। এর আগে গত বছর ১০ জুন রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় দায়ের করা ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়।  

মামলার অভিযোগে লায়লা উল্লেখ করেন, তিন বছর আগে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রিন্স মামুনের পরিচয় হয় তার। একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে লায়লার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন মামুন। এরপর মামুন জানায় ঢাকায় থাকার জায়গা নেই তার। যেহেতু মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক এবং বিয়ের আশ্বাস দিয়েছে তাই সরল মনে মামুনকে নিজের বাসায় থাকার জায়গা দেন লায়লা। 

Link copied!