• ঢাকা
  • শনিবার, ০৯ আগস্ট, ২০২৫, ২৫ শ্রাবণ ১৪৩২, ১৪ সফর ১৪৪৬

২১ দিন সময় দিল যুক্তরাষ্ট্র, তার আগেই ভারতের জবাব


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ১১:৫৭ এএম
২১ দিন সময় দিল যুক্তরাষ্ট্র, তার আগেই ভারতের জবাব
ম্যাপ

শুল্ক বাড়িয়ে দেওয়ায় যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র ও আকাশযান কেনা স্থগিত করেছে ভারত। এই চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট তিনজন কর্মকর্তার বরাত দিয়ে শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। তবে ভারত সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, তারা চুক্তি বাতিল করেনি, সরবরাহ অব্যাহত থাকবে।

রয়টার্স বলছে, ভারতের পণ্য আমদানিতে প্রথমে ২৫ শতাংশ শুল্ক আরোপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর সম্প্রতি সেই শুল্ক বাড়িয়ে ৫০ শতাংশ করা হয়। আমেরিকা বলছে, রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতকে বাড়তি এই শুল্ক দিতে হবে।

এবার চুক্তি স্থগিত করার মাধ্যমে এই প্রথম ‘শক্ত জবাব’ দিল ভারত। আর এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও তলানিতে যাবে বলে মনে করা হচ্ছে। 

এই বৈরী সম্পর্ক থেকে বেরিয়ে আসতে কয়েক সপ্তাহের মধ্যে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের। কিন্তু প্রশাসনের দুজন কর্মকর্তা জানিয়েছেন, তিনি সম্ভবত যুক্তরাষ্ট্র যাচ্ছেন না। 

ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করা হলেও এর মধ্যে ২৫ শতাংশ নিয়ে আলোচনা করার সুযোগ রেখেছেন ট্রাম্প। ঘোষণার সময় থেকে ২১ দিন সময় দিয়েছেন তিনি। এই সময়ের মধ্যে শুল্কাহার কমাতে ভারতের পক্ষ থেকে আলোচনা চালিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটি। এরপর এবার অস্ত্র চুক্তির ব্যাপারে ভারতের পক্ষ থেকে জবাব এলো। 

এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, শুল্ক নিয়ে ভারত ইতিবাচক ফল পেলেই কেবল চুক্তিতে সামনে এগুবে তারা। তবে এটি শিগগির হচ্ছে না বলেই ধারণা তাদের। এই চুক্তি স্থগিতের কোনো লিখিত নেই বলে জানান আরেক কর্মকর্তা। তার মানে, ভারত চাইলেই দ্রুত তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারবে।
 

Link copied!