অবশেষে রাজধানীতে বৃষ্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৬, ২০২৩, ০৯:২৪ পিএম
অবশেষে রাজধানীতে বৃষ্টি

গত কয়েকদিন ধরে দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছিল। মোখা আসার খবরে সারা দেশে বৃষ্টির পূর্বাভাস দেয় আবহাওয়া বিভাগ। তবে এই কয়দিন হয়নি বৃষ্টি। অবশেষে মঙ্গলবার (১৬ মে) সন্ধ্যায় বৃষ্টির দেখা পান রাজধানীবাসী। যদিও তবে বৃষ্টির পরিমাণ খুব বেশি নয়, তবুও জনমনে কিছুটা হলেও স্বস্তি  ফিরে।

এদিকে, আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তাপপ্রবাহের বিষয়ে বলা হয়, রংপুর বিভাগসহ রাজশাহী, নওগাঁ ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!