• ঢাকা
  • সোমবার, ০৭ জুলাই, ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২, ১২ মুহররম ১৪৪৬

‘সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৪:২৯ পিএম
‘সরকারের সুচিন্তিত কৌশলে মূল্যস্ফীতি দ্রুত কমছে’
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ফটো

অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (৭ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য দিয়েছেন।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, “অন্তর্বর্তী সরকারের সুচিন্তিত নীতি-কৌশলের ফলে মূল্যস্ফীতি দ্রুত কমছে। ২০২৫ সালের জুন মাসের উপাত্ত অনুযায়ী, পয়েন্ট-টু-পয়েন্ট মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৮ শতাংশে দাঁড়িয়েছে, যা গত ২০২৪ সালের আগস্ট মাসের তুলনায় ২ শতাংশ-বিন্দু কম।”

প্রেস সচিব আরও লিখেছেন, “খাদ্য মূল্যস্ফীতি উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস পেয়ে ৭ দশমিক ৩৯ শতাংশে দাঁড়িয়েছে, যা গত দুই বছরের মধ্যে সর্বনিম্ন।”

খাদ্য-বহির্ভূত মূল্যস্ফীতিও হ্রাস পেতে শুরু করেছে এবং আগামীতে তা খুব দ্রুত কমে আসবে বলেও জানান শফিকুল আলম।

Link copied!