জুলাই অভ্যুত্থানকে ধারণ করে যাত্রা শুরু করল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন। যেখানে উপস্থিত ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
শুরুতেই ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন বাংলা এডিশনের চেয়ারম্যান প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন এবং নিউজ পোর্টালটির উপদেষ্টা অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য ও কনক সারওয়ারও।
বাংলা এডিশনের কাছে নিজেদের প্রত্যাশা ও সাফল্য কামনা করেন বিশিষ্টজনেরা।
নারীবিষয়ক উপদেষ্টা শারমিন মুর্শিদ বলেন, ‘যারা ইতিহাসের বিরুদ্ধে যায়, তাদের চিহ্নিত করতে হবে এবং কঠোর ভাষায় সে কথাটিও বলতে হবে।’
নিজের মত অন্যের ওপর চাপিয়ে দিয়ে রাজনীতিতে জাতীয় ঐক্য গড়ে তোলা সম্ভব হবে না বলে মত বিএনপি নেতাদের। জামায়াত নেতারা বলছেন, ২৪-এর ঐক্য নষ্ট হলে সব কিছুই হারিয়ে যাবে। আর ঐক্যের নামে আওয়ামী লীগকে পুনর্বাসন না করার দাবি বিশিষ্টজনদের। বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা।
এলডিপির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলী আহমেদ বলেন, ‘আবেগে তাড়িত হবেন না। বাস্তবে বিশ্বাস করেন এবং সেটাই প্রকাশ করেন।’
রাজনীতিতে ভিন্ন মতের প্রতি সম্মান ও সহাবস্থান খুবই জরুরি বলে মনে করেন অনুষ্ঠানে যোগ দেওয়া রাজনৈতিক দলের নেতারা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমাদের এই যে গণ ঐক্য সৃষ্টি হচ্ছে, এই জায়গাকে নষ্ট করছে। কারণ আমি আমার মত আরেকজনের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছি। এটা যদি করা হয়, জাতীয় ঐক্য কোনোদিন হবে না।’
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘ভারতীয় প্রভাবের বিরুদ্ধে যত বেশি কথাই বলি না কেন, আমাদের যদি শক্তিশালী জাতীয় ঐক্য না থাকে তাহলে কোনো কিছুই কাজে লাগবে না।’