• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৩, ০৩:০১ পিএম
খরচ কমিয়ে হজের প্যাকেজ ঘোষণা
ছবি : সংগৃহীত

আগামী বছর বাংলাদেশ থেকে হজ পালনের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন সৌদি আরবে যেতে পারবেন। এক্ষেত্রে সরকারি সাধারণ প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে পাঁচ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্রিফিংয়ে চলতি বছরের হজ প্যাকেজ ঘোষণা করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক।

সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে গত বছর প্যাকেজের সর্বনিম্ন মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। আর বেসরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের মূল্য ছিল ৬ লাখ ৬০ হাজার ৮৯৩ টাকা। এবার গত বছরের তুলনায় সরকারি প্যাকেজ মূল্য ৯২ হাজার ৪৫০ টাকা কম নির্ধারণ করা হয়েছে।

গত বছরের শুরুতে সরকারি ব্যবস্থাপনায় হজের খরচ ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা নির্ধারণ করা হয়েছিল। পরে কয়েক দফায় সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজ প্যাকেজের খরচ ১১ হাজার ৭২৫ টাকা কমানোর ঘোষণা দিয়েছিল সরকার।

Link copied!