• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের জবাব দিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ১১:০০ এএম
জামায়াতকে জড়িয়ে অপপ্রচারের জবাব দিলেন গোবিন্দ চন্দ্র প্রামাণিক
গোবিন্দ চন্দ্র প্রামাণিক।

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক জানিয়েছেন, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি নন। এমনকি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত নন। সোমবার (২৮ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানান তিনি।

বাংলাদেশ হিন্দু মহাজোটের প্যাডে লেখা বিজ্ঞপ্তিতে বলা হয়, “আমি গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, একটি সাইবার সন্ত্রাসী চক্র বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় অমুসলিম শাখার সভাপতি হিসেবে আমার নাম ব্যবহার করে বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ব্যাপক প্রচার করছে। প্রকৃতপক্ষে আমি কখনোই জামায়াতে ইসলামী অমুসলিম শাখার সভাপতি বা কোন সদস্য ছিলাম না; এখনো নাই। আমি কখনো জামায়াতে ইসলামীরও সদস্য ছিলাম না, এখনো নই। শুধু তাই নয়, আমি কখনো কোনো রাজনৈতিক দলেরই সদস্য বা সমর্থক ছিলাম না, এখনো নই। আমি বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নামে একটি ধর্মীয়, সামাজিক, অরাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠাতা মহাসচিব।”

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, “একটি সাইবার গোষ্ঠীর সন্ত্রাসী চক্রের অপপ্রচারের শিকার হয়েছি। আমি কখনো কোনো রাজনৈতিক দলের সঙ্গে ছিলাম না। এখনো নেই। আমাকে সামাজিকভাবে হেয় করতে এমন অপপ্রচার চালানো হচ্ছে। আমি এমন অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।”

গোবিন্দ প্রামাণিক আরও বলেন, “এ অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমি আগামীকাল (মঙ্গলবার) ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করব। এ জন্য এরই মধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছি।”

Link copied!