• ঢাকা
  • মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১, ২৭ শাওয়াল ১৪৪৫

উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৪, ০৪:১৩ পিএম
উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেলের যাত্রীদের জন্য সুখবর
মেট্রোরেল। ফাইল ফটো

উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। শনিবার (২০ জানুয়ারি) থেকে এই এই শিডিউলে চলবে মেট্রোরেল।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাজধানীর পরীবাগে প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেলের কার্যালয়ে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক।

এম এ এন ছিদ্দিক বলেন, “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম মার্চের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত সময় সমন্বয় করা হবে। দুই স্টেশনে ১৫ দিন টিম কাজ করে যাত্রীদের সঙ্গে কথা বলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর সবকিছুই ঠিক থাকবে।”

এম এ এন ছিদ্দিক আরও বলেন, “মেট্রোরেল বর্তমানে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত উত্তরা থেকে আগারগাঁও চলাচল করে। আর সকাল ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মতিঝিল পর্যন্ত।”

বর্তমানে দিনে ১ লাখ ৩০ হাজার থেকে ১ লাখ ৫৬ হাজার পর্যন্ত যাত্রী মেট্রোরেলের ট্রেনে ভ্রমণ করেন। এর আগে ১৩ ডিসেম্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিজয় সরণি চালু হয়। এরপর খুলে দেওয়া হয় কারওয়ান বাজার ও শাহবাগ স্টেশন।

Link copied!