খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, “খাদ্য মজুদ বাড়ানো আমাদের লক্ষ্য। খাদ্য মন্ত্রণালয় কর্তৃক আমদানি অব্যাহত রয়েছে। কিছু চুক্তিও হয়েছে। খাদ্য ব্যবস্থাপনার সরকারি পর্যায়ে সরবরাহ বাড়ালে দাম সহনীয় থাকবে।”
সোমবার (১১ নভেম্বর) সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধ এবং জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং ৫০ হাজার আহতদের সুস্থতা কামনা করেন আলী ইমাম মজুমদার।
এসময় খাদ্য মন্ত্রণালয়ের সকল সমস্যা চিহ্নিত করে, সেগুলো চ্যালেঞ্জ মোকাবিলা করাসহ আমদানি প্রক্রিয়াকে চলমান রাখার তাগিদ দেন খাদ্য উপদেষ্টা। এ ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের গৃহীত উদ্যোগের প্রশংসা করেন তিনি।
৫ আগস্টের পটভূমিকে সামনে রেখে কর্মকর্তাদের কাজ করার তাগিদ দেন আলী ইমাম মজুমদার। তিনি বলেন, “বড় ধরনের কোনো প্রাকৃতিক বিপর্যয় না ঘটলে খাদ্য সংকট মোকাবিলা করা কঠিন হবে না। এ ছাড়া খাদ্য আমদানিতে বেসরকারি প্রতিষ্ঠানকে উদ্বুদ্ধ করতে প্রণোদনাসহ প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।”
 
                
              
 
																
 
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                     
                                                    




























